কলকাতা টুডে ব্যুরো:একটি অক্ষরেখা রয়েছে সেটি আমাদের রাজ্য থেকে অনেকটা দক্ষিনে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেটি উড়িষ্যার ওপরে। এই দুটোই আমাদের রাজ্য থেকে অনেকটাই দূরে রয়েছে তাই দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানাল হাওয়া অফিস ।
সেরম কোন বড় বৃষ্টির সম্ভাবনা নেই ছোট ছোট স্কেলে বৃষ্টি হবে বলেই জানান হয়েছে ।অ এরকম পরিস্থিতি 3 থেকে 4 দিন চলবে। বৃষ্টির সময় তাপমাত্রা কমবে। সেরম কোন বড় সিস্টেম আপাতত নেই এবং আমাদের রাজ্যে বর্ষা দুর্বল হয়ে রয়েছে সেই কারণে বড় কোনো বৃষ্টি ৩থেকে ৪দিনে নেই।