কলকাতা টুডে ব্যুরো:১০০ দিনের কাজে রাজ্যে যে দুর্নীতি কমেছে তা রুখতে সরব হয়নি রাজ্য সরকার। দিল্লি থেকে এই অভিযোগ তুলে তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সুকান্ত মজুমদার অভিযোগ তোলেন,” ১০০ দিনের কাজের বুয়ার রাজ্যজুড়ে একটি বড়সড় দুর্নীতির চক্র চলছে। তিনি বলেন তবে দুর্ভাগ্যের বিষয় এ ঘটনায় রাজ্য সরকার এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করল না। “এই কাজের জন্য উপস্থিতির প্রমাণ পেতে একটি অ্যাপ চালু করা হয় সেক্ষেত্রেও রাজ্য সরকারের উদাসীনতা লক্ষ্য করা গিয়েছিল বলে এদিন অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার।
তিনি বলেন ,”আমরা চাই এই প্রকল্প গরিব মানুষের প্রকল্প সুতরাং টাকাটা যেন তারাই পান কোন তৃণমূল নেতার পকেটে যেন এই টাকা না যায়।” সুকান্ত বললেন,” সে কারণেই এই টাকা যাতে ছাড়া না হয় আমরা সেই দাবি তুলছে যাতে করে গরীব মানুষরা বঞ্চিত থেকে তৃণমূল নেতারা উপকৃত না হতে পারে।”