কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে সব জায়গাতেই খুব ভালো বৃষ্টি হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহারে বহু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী এবং কিছু জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফল হয়েছে বলে জানানো হলো আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এদিন সাংবাদিক বৈঠক করে হাওয়া দপ্তর আধিকারিক জানান বাদ বাকি দার্জিলিং,কালিম্পং এর কিন্তু ভারী বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস ছিল সেটাই থাকছে আগামী ৪৮ ঘন্টা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেন ফল হবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে তিন দিন পরেও কিন্তু বৃষ্টি চলবে। মূলত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত নদীতে কিন্তু জল স্তর বৃদ্ধি পাবার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পং এ যেহেতু বেশি বৃষ্টি হচ্ছে এবং আরো বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই জন্য সেখানে ভূমিধসের সম্ভাবনা থাকছে।
যখন খুব বেশি বৃষ্টি হবে তখন পাহাড়ের বিশেষ করে ভিজিবিলিটি কিন্তু একটু কমে যাবে। ট্রাফিক অ্যাডভাইজারি থাকে তাহলে সেটা যেন লোকে ফলো করে এবং মাঠের ফসল নষ্ট হতে পারে। এবং সর্তকতা হিসেবে থাকছে যখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তখন যেন চাষিরা মাঠে না যায় এবং সেফ জায়গায় আশ্রয় নেন।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুদিনের মধ্যে বর্ষার ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে জোরালোভাবে দক্ষিণবঙ্গে এবার বর্ষা ঢুকবে না। বর্ষার শুরুতে দক্ষিণবঙ্গের দুর্বলভাবে ঢুকবে। তারপর দু- থেকে চার দিন পরে বর্ষার দাপট দক্ষিণবঙ্গে বাড়তে পারে। উত্তরবঙ্গে একটু বৃষ্টি কমলেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। এখানে কিছু কিছু অংশে মেঘলা আকাশ থাকবে তাই পরবর্তী কয়েকদিন তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই।