কলকাতা টুডে ব্যুরো:কেন্দ্র কৃষি আইন বাতিল করে নিয়েছে অগ্নিপথ প্রকল্পকেও তাঁদের বন্ধ করতে হবে। শনিবার টুইট করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী।
8 सालों से लगातार भाजपा सरकार ने ‘जय जवान, जय किसान’ के मूल्यों का अपमान किया है।
मैंने पहले भी कहा था कि प्रधानमंत्री जी को काले कृषि कानून वापस लेने पड़ेंगे।
ठीक उसी तरह उन्हें ‘माफ़ीवीर’ बनकर देश के युवाओं की बात माननी पड़ेगी और ‘अग्निपथ’ को वापस लेना ही पड़ेगा।
— Rahul Gandhi (@RahulGandhi) June 18, 2022
শনিবার টুইটে রাহুল গান্ধী লেখেন, “৮ বছরের শাসনকালে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ সংকল্পকে অসম্মান করেছেন বিজেপি সরকার। আমি আগেই বলেছিলাম যে, কালো কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হবে সরকার। একই ভাবে ওঁকে দেশের যুবদের কথা শুনতেই হবে এবং অগ্নিপথ প্রকল্প ফেরাতে হবে।”
আরও পড়ুনঃ অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রেলে হামলা, বাতিল ট্রেন
মঙ্গলবার স্কিমটি উন্মোচন করে, সরকার বলেছে যে সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের চার বছরের মেয়াদের জন্য সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে, যেখানে নিয়োগপ্রাপ্তদের ২৫ শতাংশকে নিয়মিত পরিষেবার জন্য রাখা হবে। এই স্কিমের জন্য যারা বিরোধিতা করছেন তাঁরা তাঁদের চার বছরের মেয়াদ সম্পর্কে উদ্বিগ্ন। এর মধ্যে বেশিরভাগের জন্য গ্রাচুইটি এবং পেনশন সুবিধা ছাড়াই বাধ্যতামূলক অবসর গ্রহণ করতে হবে।