Home ব্যবসা রেস্তোরাঁ বা হোটেলে এবার আর গ্রাহকদের থেকে বাড়তি সার্ভিস ট্যাক্স নেওয়া যাবে না

রেস্তোরাঁ বা হোটেলে এবার আর গ্রাহকদের থেকে বাড়তি সার্ভিস ট্যাক্স নেওয়া যাবে না

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রেস্তোরাঁ বা হোটেলে এবার আর গ্রাহকদের থেকে বাড়তি সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর নেওয়া যাবে না। স্পষ্ট করল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক ।

 

দেখা যায়, রেস্তোরাঁগুলি বিলের ওপর ১০ শতাংশ পরিষেবা কর নিয়ে থাকে। সেই কর যাতে জোর করে চাপিয়ে না দেওয়া হয়, সেই নির্দেশই দেওয়া হয় মন্ত্রকের তরফে। তবে তা বাস্তবে মানা হচ্ছিল না বলে অভিযোগ আসছিল।

 

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,০৮৬ জন

অনেক সময় পরিষেবায় অখুশি হয়েও গ্রাহককে গুণতে হল সার্ভিস ট্যাক্স বা পরিষেবা কর ! অনেকে জানতেনই না, জোর করে কোনও হোটেল-রেস্টুরেন্টই এই কর চাপিয়ে দিতে পারেন না। এই নিয়ে সচেতন ক্রেতারা অভিযোগ তুলেও লাভ হত না।

Related Articles

Leave a Comment