কলকাতা টুডে ব্যুরো:ফের কলকাতা থেকে ঢাকা-র মধ্যে চালু হল বাস সার্ভিস। করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন এই বাস সার্ভিস বন্ধ থাকার পর ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC ও গ্রিন লাইন পরিবহনের যৌথ উদ্যোগে চালু করা হল এই বাস পরিষেবা।
কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে এবার এই বাস নবনির্মিত পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করবে। এই পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করার কারণে কলকাতা থেকে ঢাকা পৌঁছাতে এবার সময় লাগবে মাত্র ৮ ঘন্টা।
কলকাতা থেকে ঢাকা বাস পরিষেবা শুরু হওয়ার ফলে একদিকে যেমন দুই বাংলার মানুষের আরও কাছাকাছি আসার সুযোগ থাকবে অন্যদিকে বহু মানুষ যারা কলকাতা থেকে ঢাকা যান বা ঢাকা থেকে কলকাতা আসেন তারা উপকৃত হবেন বলে এদিন জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।