Home রাজনৈতিক সিবিআই হাজিরা এড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা

সিবিআই হাজিরা এড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা

by Kolkata Today

অনুব্রতর পর এবার সিবিআই হাজিরা এড়ালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা। কয়লা পাচারকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে আজই তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সিবিআই সূত্রে জানা গিয়েছে, হাজিরার জন্য কিছুটা সময় চেয়ে নিয়েছেন সওকাত। সিবিআই-কে ইমেল করে হাজিরার জন্য ১৫ দিনের সময় চেয়েছেন সওকাত মোল্লা।

 

ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনার এই বিধায়ক। এবার তাঁকেই কয়লা কাণ্ডে তলব করেছে সিবিআই। কোটি-কোটি টাকার কয়লা পাচারকাণ্ডে একাধিক প্রভাবশালীর সরাসরি যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই।

 

 

আজই নিজাম প্যালেসে তলব করা হয়েছিল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকেও। গরু পাচার মামলায় তাঁকে আবারও জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডলও।

 

আরও পড়ুনঃ আরও এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার বিদিশার বান্ধবীর মঞ্জুষার

 

এবার সেই কয়লা কাণ্ডেই তলব করা হয়েছিল সওকাত মোল্লাকেও। আজ নিজাম প্যালেসে সওকাত মোল্লাকে তাঁর সম্পত্তির যাবতীয় তথ্য-প্রমাণ, ব্যাঙ্ক-ডিটেলস, আধার-প্যান কার্ড নিয়ে তাঁকে দেখা করতে বলেছিলেন সিবিআই আধিকারিকরা। তবে সমন পেলেও আজ সিবিআই দফতরে যাচ্ছেন না সওকাত। জানা গিয়েছে, গতকাল রাতেই ইমেল করে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার জন্য ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন এই তৃণমূল নেতা।

Related Articles

Leave a Comment