তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা
আরও একবার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানা । তৃণমূল নেতার ঘরের তালা ভেঙে ঢোকেন ইডির আধিকারিক দল
নামিয়ে আনা হয় সুটকেস, ভাঙা হয়েছে আলমারির তালা। বাড়ি থেকে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি আপাতত জানা যাচ্ছে সূত্র মারফত।
১৯ দিন পর আবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিল ইডি। এবার সয়ারসরি তৃণমূল নেতার ঘরের তালা ভেঙে ঢোকেন তাঁরা। তার পর শাহজাহানের হলুদ রঙের বাড়ির একের পর এক ঘরে ঢুকে তল্লাশি অভিযান চালায় ইডি। নামিয়ে আনা হয় সুটকেস। ভাঙা হয়েছে আলমারির তালা। দেখা হয় চিলেকোঠার তাকেও। কিন্তু কিছু জামাকাপড় ছাড়া শাহজাহানের বাড়ি থেকে উল্লেখযোগ্য কিছুই পাননি ইডির আধিকারিকরা। সকাল সাড়ে ১১টা পর্যন্ত শাহজাহানের বাড়ি থেকে উদ্ধার হওয়া জিনিস বলতে বাসনকোসন আর জামাকাপড়।
বুধবারে শাহজাহানের বাড়িতে যান ইডির ছয়জন আধিকারিক
বুধবারে শাহজাহানের বাড়িতে যান ইডির ছয়জন আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন দু’জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। এ ছাড়া এক জন রয়েছেন শুধুমাত্র ছবি তোলার জন্য। তাঁরা একের পর এক ঘরে গেলেন। ঘুরে দেখলেন। আসবাবপত্র ঘাঁটতে ঘাঁটতে পৌঁছে যান রান্নাঘরেও। ভাঙা হয়েছে আলমারির তালা । কিন্তু রান্নাঘরের সিঙ্ক থেকে বাসনকোসন আর আলমারি এবং সুটকেস থেকে জামাকাপড় ছাড়া আর কিছু পাওয়া যায়নি সেখানে।
সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির অভিযান চলছে, সেই সময় তৃণমূল নেতার নামাঙ্কিত বাজারে দেখা গেল নিরাবতার ছবি। বুধবার সকাল থেকে শাহজাহান মার্কেটের একটি দোকানও খোলেনি। আদালতের নির্দেশে তৃণমূল নেতার বাড়ির সঙ্গে সঙ্গে সন্দেশখালির বাজারেও সিসি ক্যামেরা বসিয়েছিল পুলিশ।