Home সংবাদসিটি টকস ফের শারীরিক অবস্থার অবনতি, ‘অলৌকিক কিছু ঘটনা যেন ঘটে’, কাতর আর্জি সব্যসাচীর

ফের শারীরিক অবস্থার অবনতি, ‘অলৌকিক কিছু ঘটনা যেন ঘটে’, কাতর আর্জি সব্যসাচীর

লড়াই যেন শেষই হতে চাইছে না ঐন্দ্রিলা শর্মার। চোখের পলকে দিন চলে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: লড়াই যেন শেষই হতে চাইছে না ঐন্দ্রিলা শর্মার। চোখের পলকে দিন চলে যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ১৩ দিন কেটে গেলেও এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। বয়স কম বলেই আশায় বুক বেঁধেছিলেন চিকিত্‍সকেরা। তবে হাসপাতালের সূত্র বলছে গত ২ দিন ধরেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ঐন্দ্রিলাকে নিয়ে সকলেই যখন উদ্বিগ্ন ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তার সর্বক্ষণের সঙ্গী সব্যসাচী চৌধুরী।

সোমবার সন্ধ্যাবেলায় সব্যসাচী নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। মিরাকেলের জন্য প্রার্থনা করুন। অলৌকিক কিছু ঘটনা যেন ঘটে তার জন্য প্রার্থনা করুন। মেয়েটা সবরকম কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছে। অভিনেতার এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। সব্যসাচীর এই পোস্ট দেখা মাত্রই চিন্তা বাড়তে শুরু করেছে ভক্তদের মধ্যে। কেমন আছেন ঐন্দ্রিলা, হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত বিপদমুক্ত নন তিনি। জ্বর এবং সংক্রমণ কোনওটাই পুরোপুরি কমেনি অভিনেত্রীর। এই খবর শোনা মাত্রই উদ্বেগ বাড়তে শুরু করেছে ভক্তদের মধ্যে।

জ্ঞান ফেরেনি, ঘোরের মধ্যেই রয়েছেন অভিনেত্রী। গত মঙ্গলবার শরীরে নতুন সংক্রমণ পাওয়া গিয়েছিল, কিন্তু অ্যান্টিবায়োটিকের ফলে তা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে বারবার জ্বর আসায় উদ্বেগ বাড়ছে চিকিত্‍সকদের। এত ঘনঘন জ্বর আসাটা মোটেই ভাল নয় বলে মনে করছেন চিকিত্‍সকদের ।ফাইট ঐন্দ্রিলা ফাইট-সকলের মুখেই এখন একটাই প্রার্থনা। এই ডাকে কি সাড়া দেবে ঐন্দ্রিলা তার দিকেই চেয়ে রয়েছেন ভক্তরা। ২০১৫ সালে ১৬ টি কেমোথেরাপি এবং ৩৩ টি রেডিয়েশেনের পর ক্যান্সার মুক্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। অদম্য জেদ এবং বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে ফের মারণ রোগকে হারিয়ে দিতে বদ্ধপরিকর ঐন্দ্রিলা। আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। তড়িঘড়ি করে হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঐন্দ্রিলাকে। ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইন্ট্রা সেরিব্রাল হ্যামারেজ হয়েছে ঐন্দ্রিলার। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে,এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার। আপাতত চিকিত্‍সকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন ঐন্দ্রিলা। মঙ্গলবার রাতেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিত্‍সকেরা জানিয়েছেন, আপাতত শরীরের এক দিকে কোনও সাড় নেই। শুধু চোখ নড়ছে, বাঁ হাত সামান্য নাড়াতে পারছেন। যেহেতু অভিনেত্রীর বয়স অনেকটাই কম, তাই আশার আলো দেখছেন চিকিত্‍সকেরা। টলিপাড়ার সকলেরই মন খারাপ ঐন্দ্রিলার জন্য। আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ঐন্দ্রিলা শর্মা। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এমআরআই করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইন্ট্রা সেরিব্রাল হ্যামারেজ হয়েছে ঐন্দ্রিলার। তবে এই লড়াইয়ে শুরু থেকেই পাশে ছিলেন প্রেমিক সব্যসাচী চৌধুরী। সব সময়েই তার পাশে রয়েছেন সব্য়সাচী চৌধুরী। অভিনেত্রীর মা শিখা শর্মাও মেয়ের জন্য প্রার্থনা করতে বলেছেন সকলকে। অভিনেত্রীর শারীরিক অবস্থা শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।এই লড়াই কবে শেষ হবে তারই অপেক্ষায় দিন গুনছেন টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার প্রিয়জন তথা ভক্তরা।

Related Articles

Leave a Comment