কলকাতা টুডে ব্যুরো:কিংবদন্তি সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকীতে টলিপাড়ার সকলেই তাকে স্মরণ করলেন শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় ছাতার ছবি পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানালেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন মহারাজের বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে টলিউড অভিনেতার ইন্সটাগ্রামে উঠে এল ক্যামেরায় চোখ রেখে মানিকবাবুর সেই অতিপরিচিত একটি ছবি। ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, ‘তিনি অদ্বিতীয় ছিলেন, আছেন, থাকবেন।’
https://www.instagram.com/p/CdCs4tFvmWv/?igshid=YmMyMTA2M2Y=
ঋতুপর্ণা তাকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে ক্যাপশনে ইংরেজিতে লেখেন, যার বাংলা অনুবাদ, “একমাত্র সেই সমস্ত সমাধানই মূল্যবান হয় যা মানুষ নিজেরাই খুঁজে পায়”।
https://www.instagram.com/p/CdCrVEHPWra/?igshid=YmMyMTA2M2Y=
শাশ্বত চট্টোপাধ্যায় এর পোস্ট। অভিনেতা সত্যজিত্ রায়ের দুটি ছবি পোস্ট করে ১০১ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘আজ তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে, তাঁকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা। তাঁর সকল সৃষ্টি এককথায় অনবদ্য। তিনি সিনেমা জগতের মহারাজ। সত্যজিত্ রায়।’
https://www.instagram.com/p/CdCvF4hreoX/?igshid=YmMyMTA2M2Y=
সায়নী ঘোষ সোশ্যাল মিডিয়ায় তাকে স্মরণ করে ‘পথের পাঁচালী’ ছবির নেপথ্য কাহিনী নিয়ে তৈরি ছবি ‘অপরাজিত’ ছবির একটি সিন। যেখানে সত্যজিৎ রায়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘রায় মিনিসিং’।
https://www.instagram.com/p/CdDA-yVr6WT/?igshid=YmMyMTA2M2Y=
আরও পড়ুন: ’গত একটা বছর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়,’ কটাক্ষ Dilip Ghosh -এর
পরিচালক অরিন্দম শীল এদিন পোস্ট করেন ‘মহারাজা তোমারে সেলাম’ লেখা একটি ছবি। আর গোটা ছবিজুড়ে আবছায়া সত্যজিৎ রায়ের অনবদ্য সব সৃষ্টির নাম। ক্যাপশনে লিখলেন, ‘সেই কিংবদন্তিকে যিনি আমাকে আশার আলো ও অনুপ্রেরণা দিয়েছেন। আমার শ্রদ্ধা এক ও অদ্বিতীয় সত্যজিৎ রায়কে, তাঁর ১০১তম জন্মবার্ষিকীতে।’
https://www.instagram.com/p/CdCxXVOI-db/?igshid=YmMyMTA2M2Y=