Home রাজনৈতিক গোয়ায় দলের হাল ধরতে তৃণমূল দায়িত্ব দিল কীর্তি আজাদকে

গোয়ায় দলের হাল ধরতে তৃণমূল দায়িত্ব দিল কীর্তি আজাদকে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:গোয়ায় দলের হাল ধরতে সে রাজ্যে তৃণমূলের দায়িত্ব দেওয়া হল কীর্তি আজাদকে। প্রবলভাবে পরাজয়ের পর গোয়ায় দলের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই সূত্রেই প্রাক্তন ক্রিকেটার কীর্তির উপরেই আস্থা রাখল তৃণমূল।

 

 

বুধবার সর্বভারতীয় তৃণমূলের তরফে এ কথা জানানো হয়েছে। দলের সর্বভারতীর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে এই পদে নিয়োগ করেছেন। দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, সর্বভারতীয় তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই দলের তরফে প্রাক্তন সাংসদ কীর্তি আজাদকে গোয়া তৃণমূলের পর্যবেক্ষক নিয়োগ করা হল।

 

আরও পড়ুনঃ মৃত্যুর পরেও Hippocratic Oat-এর পালন

 

গত বছরই দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে প্রাক্তন কংগ্রেস নেতা। আর এরপরেই তৃণমূলে যোগ দেন কীর্তি। যোগ দিয়েই দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রাক্তন এই ক্রিকেটার। শুধু তাই নয়, তাঁর নেতৃত্বে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন তিনি। সেই মতো গোয়াতে তৃণমূলের একটা শক্ত জায়গা তৈরি করতেই এবার কীর্তিকে স্টেট ইনচার্জ করলেন তৃণমূল সুপ্রিমো। কীর্তিকে সামনে রেখেই এবার সে রাজ্যে তৃণমূল নতুন করে সংগঠন কর‍তে মরিয়া।

Related Articles