Home রাজনৈতিক ‘মাস্টার মশাইদের চাকরি তৃণমূল নেতারা নীলাম করছে,’তোপ সুকান্তর

‘মাস্টার মশাইদের চাকরি তৃণমূল নেতারা নীলাম করছে,’তোপ সুকান্তর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:”রাজ্যের সমস্ত বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কে ছুটি দিয়ে দেওয়া উচিত কারণ এই রাজ্যে একজন শিক্ষক শিক্ষিকা হয়ে সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনার করিয়ে দেবেন আর তিনি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” এইভাবে ব্যঙ্গাত্মক ভাষাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার মোদি সরকারের আট বছর পূর্তিতে পাঁশকুড়া জনসভা ডেকেছিল বিজেপি আর সেখানে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন সুকান্ত। সুকান্ত এদিন বলেন” আগে পড়াশোনা করলে ভাল চাকরি পাওয়া যেত। আর এখন পশ্চিমবাংলার এমন অবস্থা যে লক্ষাধিক টাকা নিয়ে তৃণমূলের পিছনে ঘুরে বেড়ালে তবে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে।” মাস্টার মশাইদের চাকরি তৃণমূল নেতারা নীলাম করছে বলে ওই দিন তৃণমূল কংগ্রেস কে নিশানা করেন সুকান্ত। এই সভা থেকে সুকান্ত দাবি তোলেন,” ২০১১ সাল থেকে রাজ্যের যত চাকরি হয়েছে সে সমস্ত চাকরির সিবিআই তদন্ত হোক এবং যারা এই ভাবে চুরি করে চাকরি পেয়েছে তাদের অবিলম্বে চাকরি বাতিল করা হোক।”

Related Articles

Leave a Comment