Home ব্যবসা টুইটারের নতুন মালিক Musk, টুইটার কে নতুন করে সাজানোর পরিকল্পন

টুইটারের নতুন মালিক Musk, টুইটার কে নতুন করে সাজানোর পরিকল্পন

টুইটার ইনকর্পোরেটেডের নতুন মালিক Elon Musk। আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার টুইটারের শীর্ষ কর্তাদের বরখাস্ত করেছেন musk

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: টুইটার ইনকর্পোরেটেডের নতুন মালিক Elon Musk। আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার টুইটারের শীর্ষ কর্তাদের বরখাস্ত করেছেন musk। এবার কেনার পরে পুরোপুরি অধিগ্রহণ করে নিলেন এই মাইক্রোব্লগিং সাইট। তবে নতুন এই মালিকানা সংস্থার জন্য যে খুব সুখের হল না বলা যায় না, কারণ দায়িত্ব নিয়েই সংস্থার শীর্ষ আধিকারিকদের ছাঁটাই শুরু করলেন তিনি। এমনকি চাকরি গেল, টুইটারের সিইও, ভারতীয় পরাগ আগরওয়ালেরও। সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেড সেগালকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।

গত এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান ইলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি।

টুইটার ঢেলে সাজাতেই সংস্থার CEO Parag agrawal, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগাল এবং আইনি বিষয় ও নীতি প্রধান বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেছেন মাস্ক। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাল অ্যাকাউন্টের সংখ্যা নিয়ে এবং টুইটার বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মাস্ক বরখাস্ত করেছেন ওই আধিকারিকদের। সূত্র মারফত জানা গিয়েছে, তাঁদের বরখাস্ত করার সময় আগরওয়াল এবং সেগাল টুইটারের সান ফ্রান্সিসকোর সদর দফতরে ছিলেন।

Related Articles

Leave a Comment