Home রাজনৈতিক মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:মুখ্যমন্ত্রী ও বিধান পরিষদের সদস্য পদে ইস্তফা দিয়ে ট্যুইট করলেন উদ্ধব ঠাকরে। লিখলেন, আজ জীবনটা বেশ ভাল লাগছে, ঔরঙ্গাবাদের নাম সম্ভাজি নগর ও উসমানাবাদের নাম ধারা শিব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

 

মন্ত্রিসভার বৈঠক চলাকালীন, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঔরঙ্গাবাদের নাম পরিবর্তনে আনন্দ প্রকাশ করেন। তিনি তাঁর সকল সহকর্মীদের ধন্যবাদও জানান। তবে তিনি এও বলেন, এই সময়ে তাঁর নিজের লোকজনই তার সঙ্গে প্রতারণা করেছে।

 

শিবসেনার ১৬ বিধায়কের বিধায়দপদ খারিজের দাবি করেছিল উদ্ধব সরকার। তাকে পাত্তা না দিয়ে আস্থা ভোটের পক্ষেই সায় দিয়েছিলেন রাজ্যপাল ভগত্ সিং কেশিয়ারি। এনিয়েই সুপ্রিম কোর্টে যান উদ্ধব ঠাকরে। পাশাপাশি শাসক জোটের জেলবন্দি দুই বিধায়ক নবাব মালিক ও অনিল দেশমুখ সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন যে তারাও আস্থাভোটে থাকতে চান। এনিয়েই সর্বোচ্চ আদালতে শুরু হয় আইনি লড়াই।

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন

 

উদ্ধব ঠাকরে শিবিরের দাবি ছিল ওই ১৬ বিধায়কের বিধায়ক পদ খারিজের বিষয়টি আগে নিস্পত্তি হোক তারপর আস্থা ভোট হবে। এনিয়ে বুধবার সাড়ে তিন ঘণ্টা শুনানি হয় সুপ্রিম কোর্টে।

Related Articles

Leave a Comment