Home সংবাদবর্তমান আপডেট প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল কাসলে প্রয়াত হন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল কাসলে প্রয়াত হন তিনি। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি দিন সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রানির অসুস্থতার খবর পেয়েই স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছিলেন রাজপরিবারের সকল সদস্য। সিংহাসনের পরবর্তী দাবিদার প্রিন্স চার্লস এবং তাঁর স্ত্রী ক্যামিলা, রানির কন্যা অ্যান উপস্থিত ছিলেন রানির পাশে। রানির মৃত্যুর খবর পেয়ে স্কটল্যান্ডে পৌঁছে গিয়েছেন যুবরাজ হ্যারি এবং যুবরানি মেগান। গত দু’দিন ধরেই রানির শারীরিক অবস্থা নিয়ে বিশেষ উদ্বিগ্ন ছিলেন চিকিত্‍সকরা।

 

Topics

UK Queen Elizabeth King Charles Administration Kolkata

Related Articles

Leave a Comment