কলকাতা টুডে ব্যুরো:মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় হরিদেবপুর বেহালা সিরিটি শ্মশান সম্প্রসারণের কাজ শুরু হল। কাজ পরিদর্শনে এসেছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ নিকাশি তারক সিং। ফিরহাদ হাকিম জানালেন সিরিটি শ্মশান সম্প্রসারণের কাজ মমতা ব্যানার্জির আদেশেই হচ্ছে এবং মমতা ব্যানার্জি বহুদিন আগেই বলেছিলেন এই শ্মশান সম্প্রসারণ করার জন্য সেই মতই শ্মশানের পরিবেশ উন্নত করে আরো নতুন দুটি ইলেকট্রিক চুল্লি এবং প্রতীক্ষালয় পাশাপাশি একটি জলাশয় এবং একটি কাঠের চুল্লীতে তৈরি করা হবে। ঋতুপর্ণ ঘোষ মারা যাওয়ার পর যখন মমতা ব্যানার্জি এই শ্মশানে এসেছিলেন ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্যে তখন তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এই শ্মশান সম্প্রসারণ করা হবে।
বুধবার কালীঘাটের হকারদের বিক্ষোভ নিয়ে ফিরহাদ হাকিম বললেন কোন উচ্ছেদ হচ্ছে না, যারা হকার ছিলেন তাদের স্থানান্তরিত করা হয়েছে। ফুটপাতের হকার একটু করতে বলা হয়েছে,কারণ পাইলিংয়ের কাজ চলছে।আশেপাশে বহু পুরানো বাড়ি রয়েছে, খুব সাবধানে কাজ করতে হচ্ছে।তার জন্য যাতে কোনো ক্ষতি না হয় সেই হিসেবে হকারদের সরিয়ে কাজ চলছে। ছোটখাটো বিক্ষোভতো হবেই।
রাস্তাঘাট খারাপ নিয়ে বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বললেন যেভাবে কাজ করেছে তাতে কোন অসুবিধা হবে না। জল নিকাশের খুব সুন্দর কাজ করেছে তারক সিং। ভারী বৃষ্টি হলে কিছুক্ষণের মধ্যে সেই জল নিকাশি হয়ে যাবে। যেখানে যেখানে প্রয়োজন হচ্ছে পাইপ চেঞ্জ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় পাইপের ডায়ামিটার বাড়ানো হয়েছে। আগের থেকে জল জমা অনেক কমে গিয়েছে। এই বছর বর্ষায় আরো কমে যাবে। ডিজিটাল ভাবে উন্নতি করা হয়েছে নিকাশি ব্যবস্থা। আমরা কন্ট্রোল রুমে বসে দেখতে পাব কোন জায়গায় কতটা জল জমেছে।
জিডিপি এবং রেপোরেট নিয়ে ফিরহাদ হাকিম বললেন দেশের অর্থনীতির শেষ হয়ে গেছে যতদিন যতদিন দেশের মানুষ ফালতু ব্যাপার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে ততদিন বিজেপির সরকার থাকবে।যখন মানুষের পেটের খিদে না মিটেবে তখন বিজেপি সরকার সরে যাবে। সুদ কমে যাচ্ছে, অর্থনীতি শেষ দেশের, বেকারত্ব বেড়ে যাচ্ছে অথচ বিজেপি সরকার ধর্মীয় মেরুকরণ করে যাচ্ছে।
জে পি নড্ডা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে কটাক্ষের প্রসঙ্গে ফিরহাদ হাকিম বললেন আগে উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা দেখুন,আমাদের রাজ্যে যথেষ্ট আইন-শৃঙ্খলা ঠিক আছে।