কলকাতা টুডে ব্যুরো:একুশের বিধানসভা নির্বাচনে হোঁচট খেয়েছে বঙ্গ বিজেপি। এরপর পুরনির্বাচনে আরও মুখ থুবড়ে পড়েছে। কিন্তু বাংলা জয়ের স্বপ্ন এখনই মনের মধ্যে জিইয়ে রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
তিন দিনের রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।একাধিক কর্মসূচিতে যোগদান করবেন বলে জানা গিয়েছে এখনও পর্যন্ত।
তিনি হাওড়ার ‘প্রবাস’ কর্মসূচিতে যোগ দেওয়ার পর সাংগঠনিক মিটিং করবেন । আর এরপর বিকেল পাঁচটা নাগাদ রামরাজাতলার রামমন্দির দর্শন করতে যাবেন । সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ সাংবাদিক বৈঠক করবেন তিনি।
আরও পড়ুনঃ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তা মোদি- মমতার
সংখ্যালঘু উন্নয়নের দায়িত্ব পাওয়ার পর আজ তিনি সংখ্যালঘু সেলকে নিয়ে বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে। রাজ্যে এসেই হাওড়ার বিজেপি সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজে নেমে পড়েছেন তিনি।সোমবার শিয়ালদা মেট্রো স্টেশনের শুভ উদ্বোধন হতে চলেছে স্মৃতি ইরানির হাতেই অর্থাৎ একগুচ্ছ কর্মসূচি নিয়ে এবারের বাংলা সফর কেন্দ্রীয় মন্ত্রীর।