কলকাতা টুডে ব্যুরো:সময় লাগবে ১০ থেকে ১৫ সেকেন্ড। ধূলিসাৎ হয়ে যাবে UNESCO’র হেরিটেজ কুতুব মিনারের চেয়েও উঁচু এই জোড়া ইমারত। যার নাম দেওয়া হয়েছে- ‘অপারেশন ডিনামাইট’। গুঁড়িয়ে যাবে সাড়ে চল্লিশ লক্ষ বর্গফুট এলাকা৷ সব তৈরি, শুধু ট্রিগারে চাপ পড়ার অপেক্ষা। ব্যস! তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়বে নয়ডার ৪০ তলা উঁচু ‘টুইন টাওয়ার’।
গ্রেটার নয়ডার এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত বিতর্কিত এই ইমারত। একটি টাওয়ারের নাম ‘অ্যাপেক্স’ এবং অপরটির নাম ‘সিয়ান’। দুর্নীতির ওপর দাঁড়িয়ে থাকা এই সুবিশাল জোড়া আবাসন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যে কাজের তত্ত্বাবধানে আছে মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং নামে এক সংস্থা। রবিবার দুপুর আড়াইটেয় শুরু হয়ে যাবে আবাসন ধ্বংসের কাজ।
ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারা। দুটি ইমারতের পিলারে ড্রিল দিয়ে গর্ত করা হয়েছে। গর্তে ভর্তি করা হয়েছে ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক। জোড়া হয়েছে ডিটোনেটর। শেষে ক্যাপ বসিয়ে ঢেকে দেওয়া হয়েছে সেই গর্ত। যে প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং।এক একটি পিলারে ৪-৫টি করে গর্ত করা হয়েছে। সবক’টি গর্তে রাখা বিস্ফোরকের পরিমাণ ৪০ থেকে ১২০ গ্রাম। দুই ইমারত মিলিয়ে মোট ৯ হাজার ৬৪২টি গর্তে ভরা হয়েছে বিস্ফোরক ও ডিটোনেটর।
প্রশাসন সূত্রের খবর, বিস্ফোরণের সময় চত্বরে থাকবেন মাত্র ৬ জন। যার মধ্যে ৩ জন ব্লাস্টার, ১ জন পুলিশ অফিসার এবং ২ জন প্রোজেক্ট ম্যানেজার। বিস্ফোরণস্থল থেকে ১০০ মিটার দূরে তাঁরা থাকবেন ট্রিগারের সামনে। এ ছাড়া আর কাউকে ওই চত্বরে থাকার অনুমতি নেই।
Topics
Uttar Pradesh Greater Noida Twin Tower Administration Kolkata