Virat Kohli : ভারতের অন্যতম সেরা নায়ক বিরাট কোহলি, আর এবার তাকে নিয়েই ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন তো এই ব্যাটার? প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর বিরাটের সঙ্গে কথা বলতে পারেন বোর্ডের নির্বাচক এবং কর্তারা। আর তারপরই ঠিক হবে টি-টোয়েন্টিতে ভারতের প্রাক্তন অধিনায়ক কে দেখা যাবে কিনা।
এই মুহূর্তে বিশ্রামে রয়েছে বিরাট কোহলি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলছেন না তিনি এমনকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটেও দেখা যাবেনা ভারতের অন্যতম সেরা এই খেলোয়াড়কে। আগামীদিনে আবার কবে দেখা যাবে তাকে সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। বোর্ডের এক কর্তার মতে “টি-টোয়েন্টি দলে বিরাটের এখন সুযোগ পাওয়া কঠিন। তবে ভারতীয় দলের ম্যানেজমেন্ট এখনই কোনও রকম সিদ্ধান্ত নিতে রাজি নয়। আগে বিরাটের সঙ্গে কথা বলা হবে। ও কী সিদ্ধান্ত নেয় সেটার উপর নির্ভর করবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিরাটের খেলা।”
অন্যদিকে বিরাটের পাশাপাশি রোহিত শর্মাও আপাতত সাদা বলের ক্রিকেট এবার থাকছে না। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে যদি তিনি খেলেন তাহলে তিনিই অধিনায়ক থাকবেন।তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে কাকে কাকে চাইবে রোহিত সেদিকেও নজর থাকছে।
বিশ্বকাপ সবে শেষ হয়েছে আর এরই মধ্যে সব থেকে বেশি রান করেছেন বিরাট। আইপিএলেও খেলবেন তিনি। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও সব থেকে বেশি রান বিরাটের। ১১৫টি ম্যাচে ৪০০৮ রান করেছেন তিনি। বিরাটের গড় ৫২.৭৪, স্ট্রাইক রেট ১৩৭.৯৭। তাই তাকে ছাড়া বিশ্বকাপ ভাবা কি সম্ভব, প্রশ্ন সেদিকেই।