বৃহস্পতিবার রাজ্যের বাজেট পেশ হাওয়ার সময় বিজেপির হই হট্টগোল
বৃহস্পতিবার রাজ্যের বাজেট পেশ হাওয়ার সময় বিজেপির হই হট্টগোল! মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। পাশাপাশি এদিন তোপ দাগলেন, “বিজেপি অ্যান্টি বাঙালি”। মনে করিয়ে দিলেন সাংসদের সাসপেনশনের ঘটনাও।
বৃহস্পতিবার দুপুরে নির্ধারিত সময়েই শুরু হয় রাজ্য বাজেট। এদিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়তে শুরু করা মাত্রই বিজেপি বিধায়করা হই হট্টগোল শুরু দেন । অধ্যক্ষ তাঁদের থামানোর চেষ্টা করেন। তা সত্ত্বেও থামেননি বিরোধী বিধায়করা। যার পরই মেজাজ হারাতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তিনি বলেন, “বিজেপি অ্যান্টি বাঙালি। এরা বাংলার ভালো চায় না।” তাঁর কথায়, রাজ্যের মানুষের অধিকার রয়েছে রাজ্য কী কী করছে তা জানার। কিন্তু বিজেপি তা চাইছে না।
“এটা বিজেপির পার্টি অফিস নয়, বিধানসভা”
বিজেপিকে একহাত নিয়ে এদিন মমতা আরও বলেন, “এটা বিজেপির পার্টি অফিস নয়, বিধানসভা।” সাংসদদের সাসপেনশনের ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “পার্লামেন্টে ১৪৭ জনকে সাসপেন্ড করা হয়েছিল। আমরা এসব করব না। তবে মনে করিয়ে দিলাম।” অর্থাৎ প্রয়োজনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন তিনি। এর পর ফের বাজেট পড়তে শুরু করেন অর্থমন্ত্রী।