Home সংবাদবর্তমান ঘটনা দিল্লি পুলিশের ‘বাধা’র মুখে পড়লেন পশ্চিমবঙ্গের CID-র

দিল্লি পুলিশের ‘বাধা’র মুখে পড়লেন পশ্চিমবঙ্গের CID-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিআইডি। সেই তদন্ত করতে গিয়ে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পায় তারা। বুধবার সকালে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় পৌঁছয় সিআইডির চার জনের ওই তদন্তকারী দল।

তদন্তে গিয়ে দিল্লি পুলিশের ‘বাধা’র মুখে পড়লেন পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক। তাঁদের মধ্যে রয়েছেন এক জন ইনস্পেক্টর, দু’জন এসআই এবং এক জন এএসআই।

সিআইডির তরফে দাবি করা হয়েছে, সিদ্ধার্থর বাড়িতে তল্লাশির জন্য তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। এবং সমস্ত প্রোটোকল মেনে সেই মতো সাউথ ক্যাম্পাস থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সিআইডির দলটি সিদ্ধার্থর বাড়িতে তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ।

Topics

West Bengal Delhi CID Administration Kolkata

Related Articles

Leave a Comment