খেলায় ইন্টারেস্ট তৈমুর আলি খানের
আমরা সকলেই জানি ঠাকুরদা মনসুর আলি খান ছিল কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার। এবার ঠিক তাঁর মতোই খেলায় ইন্টারেস্ট তৈমুর আলি খানের । বাবা সইফও ইংল্যান্ডে পড়াকালীন ক্রিকেট খেলতেন। আর নবাব পরিবারের সেই ধারাই রয়েছে তৈমুরের মধ্যে। আর সেটাও ছোট থেকে। খান-কাপুর পরিবারের বংশধর হয়েও অভিনয় দুনিয়ায় পা বাড়াতে চায় না সইফ-করিনার বড় ছেলে। ফাঁস করলেন মা করিনা কাপুরই (Kareena Kapoor)।
তাদের সংসার একেবারে ভিন্ন ভাবে তৈরি। দুই সন্তানকে নিয়ে সুখের ঘরকন্না সইফ-করিনার। জেহ আর তৈমুর তাঁদের নয়নমণি। বড়দাদা তৈমুর সম্প্রতি সাত বছরে পা দিয়েছে। নবাব পুত্র তৈমুর জন্মেই সেলেব তালিকায় নাম লিখিয়ে ফেলেছে। বয়স মাত্র সাত। একাধিক বার ক্যামেরার সামনে এসেছে তাঁরা। সম্প্রতি জানা যাচ্ছে সইফ-করিনার বড় ছেলে কিনা মেসি হতে চায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সইফ-করিনা জানিয়েছেন, “তৈমুর মুম্বই ছেড়ে আর্জেন্টিনা চলে যেতে চায়।” করিনার মন্তব্য, “তৈমুর মনে হয় না অভিনয় করতে চায়। “পাশে বসে থাকা সইফ তৎক্ষণাৎ বলেন, “ও ফুটবল প্লেয়ার হতে চায়। তবে গিটার বাজানোর প্রতিও ঝোঁক রয়েছে।” এরপরই করিনা ফাঁস করলেন, “লিওনেল মেসি হতে চায় তৈমুর।” তখনই স্ত্রীয়ের কথায় সায় দিয়ে সাফ জানান, “ও তো চায় আর্জেন্টিনা চলে যেতে। যাতে মেসির মতো ভালো ফুটবলার হতে পারে।” ছেলের এই শখ শুনে সইফ-করিনার কী মন্তব্য? করিনা বললেন, “আমি সবসময়ে বলি, তাহলে আগে ঠিক করো তুমি কী হতে চাও। আর ঠিক করে খেলায় মন দাও।”