কলকাতা টুডে ব্যুরো: মহুয়া মৈত্রের কালি মন্তব্য নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী । এদিন সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন,” গতকাল পশ্চিমবাংলার একজন একজন সাংসদ যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য যেভাবে আক্রমণ হয়েছে তাঁর রাজনৈতিক দল কী করল তা নিয়ে আমি মন্তব্য করব না।
আমি বলব রাজ্যের পুলিশ, তাদের যদি সত্যিই অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে নূপুর শর্মাকে যেভাবে তাঁরা আইনগতভাবে নোটিশ পাঠাচ্ছেন সেভাবে পদক্ষেপ করতে হবে।” শুভেন্দু অধিকারী আরও বলেন, “ইতিমধ্যে এই ইস্যুতে পশ্চিমবঙ্গে শয়ে শয়ে FIR শুরু হয়েছে।
এবং FIR গুলো কার্যকর করতে হবে। আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ১০ দিন সময় দিলাম। ১১ দিনের দিন আমি মহামান্য আদালতের কাছে যাব পুলিশের বিরুদ্ধে। কারণ এক যাত্রার পৃথক ফল হতে পারে না। নূপুর শর্মার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা যা করছে, মহুয়া মৈত্রের ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত। কারণ তিনি যে কথা বলেছেন তা ক্ষমার অযোগ্য।”