Home বিনোদনবলিউড কেন রেগে গেলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট?

কেন রেগে গেলেন অন্তঃসত্ত্বা আলিয়া ভাট?

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার সকালে হাসপাতালের একটি ছবি শেয়ার করে সকলকে সুখবর দেন আলিয়া ভাট। যেখানে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন আলিয়া, তাঁর পাশে বসে রয়েছে রণবীর। পাশে আলট্রা সাউন্ড স্ক্রিনে দেখা যাচ্ছে তাঁদের হবু সন্তানের প্রথম ছবি। পোস্টের সঙ্গে তিনি লেখেন, “আমাদের সন্তান আসছে শীঘ্রই…।”

 

তবে ছড়িয়েছে বেশ কিছু ভুয়া খবরও।সে দেখে বেজায় চটলেন আলিয়া ভাট ।অবশেষে মুখ খুললেন ‘মম-টু-বি’। রণবীরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’-র একটা ছবি করে, আলিয়া ভাট ইন্সটা স্টোরিতে লিখেছেন, “আপনাদের সকলের ভালোবাসায় আমি উচ্ছ্বসিত। চেষ্টা করেছি সকলের মেসেজ ও শুভেচ্ছাবার্তা পড়তে। আমি এটুকুই বলতে চাই, আমাদের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে এভাবে আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে, দারুণ স্পেশাল অনুভূতি হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।”

 

আলিয়া ভাট আরও জানান, কোনও রকম বিশ্রামের প্রয়োজন নেই তাঁর এবং কাজের থেকেও এই মুহূর্তে বিরতি নিচ্ছেন না তিনি। সব কিছু যেমন চলছিল, আপাতত সেরকমই চলবে। এমনকি রণবীর ঘরণী বিশেষভাবে উল্লেখ করেন, বিদেশ থেকে রণবীর তাকে আনতে যাবেন না। সকলকে প্রাচীন ভাবনাচিন্তা থেকে বেড়িয়ে আসার অনুরোধ করেন নায়িকা।

আরও পড়ুনঃ ’২০২৪-এর ভোটের আগে ললিপপ দেখাচ্ছে,’ ‘অগ্নিপথ’ প্রকল্পের কঠোর সমালোচনায় মমতা

 

সংবাদমাধ্যমের একটি খবর শেয়ার করে কিছুটা বিরক্তি প্রকাশও করেন আলিয়া ভাট। তিনি লেখেন, “আমরা এখনও পুরুষতান্ত্রিক পৃথিবীতে বাস করছি… সকলকে জানাতে চাই, কোনও কিছু পিছিয়ে যাচ্ছে না। আমাকে নিতে কারও আসার দরকার নেই, আমি একজন মহিলা, পার্সেল না!

Related Articles

Leave a Comment