Home সংবাদবর্তমান আপডেট Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখা মিলল, এসবের মাঝে শীত কি তবে উধাও হবে ?

Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখা মিলল, এসবের মাঝে শীত কি তবে উধাও হবে ?

by Web Desk
Weather Update: দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখা মিলল, এসবের মাঝে শীত কি তবে উধাও হবে ?

দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখা মিলছে ঠিকই কিন্তু শীত কি তবে পালাচ্ছে

দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখা মিলছে ঠিকই কিন্তু শীত কি তবে পালাচ্ছে।  বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল প্রায় তিন ডিগ্রি। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি জানাল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে রাজ্য জুড়ে বৃষ্টি হলেও আগামী দু’-তিন দিনে তাপমাত্রার পারদ চড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত ঘূর্ণাবর্তের কারণে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকেই মুখ ভার দক্ষিণবঙ্গের। সকাল থেকে একাধিক জেলায় ঝিরঝিরে বৃষ্টির দেখা মিলেছে। বিক্ষিপ্ত ভাবে কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতাতেও। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে গোটা রাজ্য

বৃহস্পতিবার বৃষ্টির পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে গোটা রাজ্য। বৃহস্পতিবার হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা হাওয়া অফিস সূত্রে এমনটাই জানাল। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।

মকর সংক্রান্তির দিন থেকে  কনকনে ঠান্ডার দেখা মিলেছে

বলাই বাহুল্য যে, নতুন বছরের শুরুর দিকে শীতের দেখা না মিললেও মকর সংক্রান্তির দিন থেকে  কনকনে ঠান্ডার দেখা মিলেছে। একরকম ঠাণ্ডার আমেজ উপভোগ করেছে রাজ্যবাসি। কিন্তু হয়তো তা বিদায়ের পথে ।

Related Articles

Leave a Comment