Home রাজনৈতিক Maharashtra political crisis: ‘বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের Y Plus নিরাপত্তা, কাশ্মীরি পণ্ডিতদের নয় কেন,’ প্রশ্ন তুললেন আদিত্য ঠাকরে

Maharashtra political crisis: ‘বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের Y Plus নিরাপত্তা, কাশ্মীরি পণ্ডিতদের নয় কেন,’ প্রশ্ন তুললেন আদিত্য ঠাকরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিজেপি শাসিত গুয়াহাটিতে আশ্রিত শিবসেনার ১৫ জন বিক্ষুব্ধ বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তাও প্রদান করা হয়েছে।

 

মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এই অদিন বলেন,” কাশ্মীরি বিক্ষুব্ধ বিধায়কদের নয়, সিআরপিএফ জওয়ান মোতায়েন করে কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা প্রদান করা উচিত ছিল বলে মন্তব্য করেন।”

 

আরও পড়ুনঃ করোনার কোপ কলকাতা মেডিক্যাল কলেজে

রবিবার শিবসেনা সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন আদিত্য। সেখানে তিনি বলেন, “বিদ্রোহী বিধায়ক যাঁরা গুয়াহাটি পালিয়ে গিয়েছেন, তাঁদের নিরাপত্তায় সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। আসলে যাঁদের নিরাপত্তার প্রয়োজন ছিল, সেই কাশ্মীরি পণ্ডিতদের জন্য সিআরপিএফ মোতায়েন করা উচিত ছিল।”

Related Articles

Leave a Comment