Home রাজনৈতিক রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা যশোবন্তের, সঙ্গী রাহুল-শরদ-অভিষেক- অখিলেশ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন জমা যশোবন্তের, সঙ্গী রাহুল-শরদ-অভিষেক- অখিলেশ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:রাহুল গাঁধী,শরদ পওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব।

 

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন অটল জমানার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন আইএএস অফিসার যশবন্ত সিনহা। যশবন্তের সঙ্গে রয়েছেন রাহুল গাঁধী,শরদ পওয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব।

 

রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন যশবন্ত। সমর্থনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরে ফোন করেছিলেন বিরোধীদের রাষ্ট্রপতি প্রার্থী। বিরোধী দলের সমস্ত নেতাকে চিঠিও লিখেছিলেন তিনি। চিঠিতে যশবন্ত লিখেছেন, ‘কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। সাধারণ মানুষের জন্য সোচ্চার হব।’

 

আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ০৭৩ জন

 

এদিকে, বিজেপি প্রার্থী  দ্রৌপদী মুর্মু গত শুক্রবার মনোনয়ন দাখিল করেছেন। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ তাবড় তাবড় নেতারা। তারাও যে কম যান না, তা বোঝাতেই বিরোধীপক্ষও একজোট হয়ে মনোনয়ন দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles

Leave a Comment