Burrabazar Fire : বড়বাজারের বহুতল ভবনে শাড়ির গুদামে আগুন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১টা ৪০ নাগাদ বড়বাজারের কটন স্ট্রিট এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। আপাতত দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ভবনের পাঁচ তলায় ছিল শাড়ির গুদাম।
দমকলের তরফে জানা গিয়েছে, ছ’তলা ভবনের পাঁচ তলায় রয়েছে কাপড়ের গুদামটি। সেখানেই আগুন এবং ধোঁয়া দেখে দমকলকে খবর দেন স্থানীয়রা। প্রচুর পরিমানে দাহ্য পদার্থ থাকায় এই আগুন লাগে এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। গোডাউনে অগ্নি নির্বাপণ যন্ত্র ছিল দাবি মালিকের। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক সৃষ্টি হয়েছে । এবং সেই কারনেই আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা । আগুন লাগার কারণে শেষ হয়ে গিয়েছে অনেক অংশ।