Home সর্বশেষ সংবাদ আনিস খান মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

আনিস খান মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:আনিস খান মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করা হল। সিটের তদন্তেই আস্থা রাখল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। কোনও প্রভাব ছাড়াই তদন্ত করতে হবে। এমনকী দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট ফাইল করতে হবে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমকে । বিচারপতি  রাজাশেখর মান্থার বক্তব্য, ”এই মূহুর্তে মামলা সিবিআই হাতে ট্রান্সফার করার প্রয়োজন আছে বলে মনে করছি না। অদন্তে কোনও প্রভাব খাটানোর চেষ্টা হয়নি।”

 

আনিস খান মৃত্যু-মামলায় প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে এসেছে পরিবার। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের রায়ের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি আরও জোরালো করলেন হাওড়ার মৃত ছাত্রনেতার বাবা ও দাদা। তাঁরা জানালেন, সিটে কোনও রকম আস্থা নেই। অনেক সময় গিয়েছে। এ বার তথ্যপ্রমাণ লোপাট করতে পারে পুলিশ! তাই হাই কোর্টের একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ অগ্নিপথ ইস্যুতে উত্তাল বিধানসভা

 

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আলিয়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করেছে পুলিশ। যদিও সিটের তদন্তে খুনের প্রমাণ মেলেনি। ছাদ থেকে পড়ে গিয়েই আনিস খানের মৃত্যু হয়েছে বলে তদন্তে উঠে এসেছে। তবে এক্ষেত্রে পুলিশের গাফিলতির প্রমাণ মিলেছে।

Related Articles

Leave a Comment