Home সংবাদবর্তমান ঘটনা সায়গলকে এবার দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারে ED, অনুমতি কোর্টের

সায়গলকে এবার দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারে ED, অনুমতি কোর্টের

সায়গলকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিল কোর্ট। সায়গলকে দিল্লি নিয়ে যেতে দিল্লিরই রাউস অ্যাভিনিউ আদালতে আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সায়গলকে এবার দিল্লিতে নিয়ে যাওয়ার অনুমতি দিল কোর্ট। সায়গলকে দিল্লি নিয়ে যেতে দিল্লিরই রাউস অ্যাভিনিউ আদালতে আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবারই ED-এর আবেদনের ভিত্তিতে শুনানি হয়। সেখানেই এই নির্দেশ দেয় দিল্লির বিশেষ আদালত।

গরু পাচার মামলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন সায়গল হোসেন। তিনি আসানসোল আদালতে জেল হেফাজতে রয়েছেন। কিন্তু ED চায় সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে। তাই দিল্লির PMLA আদালতে আবেদন জানায়। সূত্রের খবর, সেই আবেদন মঞ্জুর হয়েছে এদিন।

পূর্বে একই আবেদন নিয়ে আসানসোলের আদালতে যায় ED। কিন্তু সেখানে পদ্ধতিগত কিছু ত্রুটির কারণে তা খারিজ হয়ে যায়। পরে এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টেও যায় ED। সেখানেও ধাক্কা খায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সঠিক প্রোডাকশন ওয়ারেন্ট না থাকলে দিল্লিতে নিয়ে যাওয়ার আর্জিতে সম্মতি দেবে না আদালত। দিল্লির পিএমএলএ আদালতই প্রোডাকশন ওয়ারেন্ট দিতে পারে। পাশাপাশি বিচারপতি জানতে চান, কেন দিল্লিতে না গিয়ে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করল ইডি? তারপরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে যায় ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সায়গল কোনও আইনি পথে হাঁটার চেষ্টা করেন কি না তা এখন দেখার। এ ক্ষেত্রে সুপ্রিম আদালতে যেতে পারে ED।

Related Articles

Leave a Comment