কলকাতা টুডে ব্যুরো:”অনুব্রত মণ্ডল SSKM-এ ভর্তি হতে পারেন নি। ডাক্তার বাবুদের অভিনন্দন জানাই। সরকারি, শাসকদলের মদতে কলুষিত হচ্ছিল। আজ ডাক্তারবাবুরা তা হতে দিলেন না। কলুষিত থেকে বাঁচিয়েছেন তাঁরা।” অনুব্রত মণ্ডল প্রসঙ্গে এদের মন্তব্য করলেন বাম নেতা সুজন চক্রবর্তী।
“কোমরে দড়ি বেঁধে টেনে সিবিআই দফতরে নিয়ে আসা উচিত। কী কারনে সিবিআই দেরি করছে। অবিলম্বে নিয়ে আসা উচিত। ” এই বলে ঐদিন মন্তব্য করলেন সুজন চক্রবর্তী।তিনি আরও বলেন,”রোগী আত্মীয়রা গরু চোর বলে চিৎকার করেন। খুব খারাপ জিনিস। দোর্দণ্ড প্রতাপ নেতা তিনি। তাঁকে গরু চোর না বলে পাথর খাদান চোর, কয়লা চোর বলতে পারত। কয়েকদিন পর তৃনমূল নেতাদের মাথানত করে বলতে হবে তৃনমূলের নামে লুঠ করেছি। অন্যায় করেছি। বলতে হবে সময়ের অপেক্ষা।চিকিৎসাদের মধ্যে কেউ কেউ ভর্তি করার জন্য চেষ্টা করছিল। সেটা হল না। কলুষিত হওয়া থেকে মুক্তি পেল। অনুব্রত ভর্তি হতে না পেরে বীরভূম যেতে পারলেন। পাশের নিজাম প্যালেসে যেতে পারলেন না।’
Topics
Cattle Smuggling CBI Anubrata Mondal BJP TMC Administration Kolkata