Home সংবাদসিটি টকস মেয়াদ শেষে সায়গলের ফের আদালতে পেশ

মেয়াদ শেষে সায়গলের ফের আদালতে পেশ

গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুব্রত ঘনিষ্ট সায়গল হোসেনের ৭ দিনের হেফাজত শেষ হচ্ছে। কেষ্টর দেহরক্ষীকে শুক্রবার ফের আদালতে পেশ করবে ED, এমনটাই সূত্রের খবর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুব্রত ঘনিষ্ট সায়গল হোসেনের ৭ দিনের হেফাজত শেষ হচ্ছে। কেষ্টর দেহরক্ষীকে শুক্রবার ফের আদালতে পেশ করবে ED, এমনটাই সূত্রের খবর। দিল্লির রাউস অ্যাভেনিউ আদালতে পেশ করে আরও ৭ দিনের হেফাজতে চাওয়ার সম্ভাবনা। এর আগে সিবিআই বিশেষ আদালতে সায়গলকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল ইডির আইনজীবী। তবে সেই আবেদন মঞ্জুর করেনি আদালত। ৭ দিনের ইডি হেফাজতে পাঠানো হয় কেষ্টর দেহরক্ষীকে।

প্রসঙ্গত, দিন পাঁচেক আগেই গরু পাচার মামলায় সায়গল হোসেনের বিরুদ্ধে পাওয়া যাবতীয় তথ্য ইডি-র হাতে তুলে দেয় সিবিআই। । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গত কয়েক মাসের তদন্তে সায়গল ও তাঁর পরিবারের সদস্যদের নামে বেনামে বিপুল টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ইডি-র হাতে ৫০০ পাতার একটি নোট তুলে দিয়েছেন তদন্তকারীরা। এক সাধারণ পুলিশ কর্মী হয়ে কীভাবে এত বিপুল পরিমাণ সম্পত্তি, এত বৈধব, তারই উৎস খুঁজে পেতে চাইছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Comment