Home রাজনৈতিক রুজিরাকে ৭ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেকের ‘শান্তিনিকেতন’ ছাড়ল সিবিআই

রুজিরাকে ৭ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অভিষেকের ‘শান্তিনিকেতন’ ছাড়ল সিবিআই

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:প্রায় ৭ ঘণ্টা পর সিবিআই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ছিলেন ত্রিপুরায়। এর মধ্যেই রুজিরাকে জেরা করল সিবিআই।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার প্রায় সাত ঘন্টা দু’দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক-পত্নীকে। প্রথম দফায় প্রশ্নের তালিকা থেকে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে, নথি দেখিয়ে চলে জিজ্ঞাসাবাদ।

 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব সত্ত্বেও দিল্লিতে হাজিরা দেননি রুজিরা। ফলে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। কিন্তু, আদালতের নির্দেশ ছিল রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। সেই নির্দেশ মেনেই এ দিন প্রায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে।

 

আরও পড়ুনঃ দিল্লিতে নেমেই পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ মমতার, জল্পনা তুঙ্গে

অভিযোগ, এই কয়লা পাচারের লাভের অংশ পৌঁছেছে বহু প্রভাবশালী ব্যক্তির কাছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থার সন্দেহ হাওয়ালা মারফত সেই মোটা টাকা বিদেশের ব্যাঙ্কে চলে যাচ্ছে। কয়লা পাচার মামলায় এই টাকা বিদেশ যাওয়ার তথ্য মিলেছে। এমনই একটা যোগসূত্রেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে তদন্তকারীরা।

Related Articles

Leave a Comment