বড়দিনের আনন্দে এক প্রকার মেজাজ হারালেন কলকাতার মানুষ
বড়দিনের আনন্দে এক প্রকার মেজাজ হারালেন কলকাতার মানুষ। সীমা লঙ্ঘন করলেন একাধিক মানুষ। একদিকে মানুষের ঢল অন্যদিকে তার জন্যে বাড়তি সতর্কতা। তবে সেই নিয়ম মানতে বোধ হয় নারাজ ছিলেন অনেকেই আর তাই ঘটে গেল কিছু লাগামহীন ঘটনা।
বড়দিনে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার ঘটনা
শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্ক ছিল কলকাতা পুলিশও। মঙ্গলবার সকালে কলকাতা পুলিশ সূত্রে জানা গেল, বড়দিনে সব মিলিয়ে ৫৩২টি আইন ভাঙার ঘটনা ঘটেছে। তার মধ্যে গ্রেফতারি হয়েছে অনেকের । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে বেআইনি মদও।
তল্লাশি চালিয়ে গিয়েছে কলকাতা পুলিশ
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের সন্ধ্যায় যখন ‘পার্টি’তে ব্যস্ত সকলে, তখন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গিয়েছে কলকাতা পুলিশ। আর সেই তল্লাশি অভিযানেই মোট ৫০.৪ লিটার বেআইনি মদ উদ্ধার হয় । এ ছাড়া মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনা বা বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি বা বাইক চালানোর ঘটনাও ঘটেছে প্রচুর। পুলিশ সূত্রে জানানো হয়, মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ দায়ের হয়েছে ১০৩টি। বেপরোয়া ভাবে ট্র্যাফিক আইন ভাঙার ঘটনা ঘটেছে ১০৮টি। এবং হেলমেট না পরে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে ১৯৯টি। বাইকের পিছনের আসনে বসে হেলমেট না পরার ঘটনায় ৯২টি অভিযোগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে অন্যান্য আরও আইন ভাঙার ঘটনা ঘটেছে ইতিমধ্যেই। সব মিলিয়ে, বড়দিনে ৫৩২টি আইনভঙ্গের অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে ২৮৮ জনকে।