Home সর্বশেষ সংবাদ ‘আটকাতে পারল না,’ উলুবেড়িয়ার ছবি পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর

‘আটকাতে পারল না,’ উলুবেড়িয়ার ছবি পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:পুলিশের বাধায় গাড়ি থমকে যায় তমলুকেই। পরে কলকাতায় চলে আসেন শুভেন্দু। কিন্তু রবিবার কলকাতার আসার পথে উলুবেড়িয়ায় চলে যান তিনি। নিজেই টুইট করে সেই দাবি করেছেন। সেখানেই জানিয়েছেন, দুষ্কৃতীদের আক্রমণে ভেঙে যাওয়া উলুবেড়িয়ার মনসাতলায় জেলা পার্টি অফিস দেখতেই গিয়েছিলেন তিনি।

 

টুইটে শুভেন্দু লিখেছেন, ‘বিজেপির জেলা সভাপতি অরুণ পালচৌধুরী-সহ অন্যান্য কার্যকর্তার সঙ্গে সেতুর উপর থেকেই কথা বললাম। কারণ, পুলিশ এলাকায় ঢোকা ও বের হওয়ার সব রাস্তা বন্ধ করে ১৪৪ ধারা জারি করে রেখেছে।’

 

আরও পড়ুনঃ চিড়িয়াখানায় সবাইকে চমকে হঠাৎ খাঁচা থেকে বেরিয়ে এল শিম্পাঞ্জি!

 

শুভেন্দু টুইটে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, গাড়ি নিয়ে তিনি সেতুর উপরে দাঁড়িয়ে রয়েছেন। নীচে রাস্তায় বিজেপির পতাকা হাতে কয়েক জন কর্মী। গাড়ির জানলা থেকে মুখ বার করে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘গণতান্ত্রিক ভাবে এর বদলা আমরা নেব।’’ তাঁকে যে অনেক চেষ্টা করে পুলিশ উলুবেড়িয়া যাওয়া থেকে আটকাতে পারেনি সেটাও উল্লেখ করেন শুভেন্দু। বলেন, ‘‘আটকাতে পারবে না, আটকাতে পারল না।’’ সেতুর নীচে থাকা কর্মীরা স্লোগান তুলতে থাকেন।

Related Articles

Leave a Comment