Cyclone Bengal :
দক্ষিণবঙ্গে মিগজাউমের প্রভাব
ডিসেম্বরের শুরু থেকেই শীতের আমেজ জুড়ে বসেছিল দক্ষিণবঙ্গে। কিন্তু এক সপ্তাহ শেষ হতেই সেই শীতে ‘নজর’ পরল ঘূর্ণিঝড় মিগজাউমের। মঙ্গলবার দুপুরে অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে এই সামুদ্রিক ঝড়। আর তার প্রভাব বিস্তার করে কয়েকশো কিলোমিটার দূরের বাংলাতেও। বুধবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, মিগজাউমের প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাংলায়
গত কয়েক দিন ধরেই রাজ্যের দক্ষিণের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশপাশে। কলকাতার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির নীচে। অন্যদিকে বুধবার সেই তাপমাত্রার পারদ এক বেড়ে হয় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে অন্তত ৬ ডিগ্রি বেশি জানাল হাওয়া অফিস। তবে এখনই মিগজাউমের প্রভাব সরে যাচ্ছেনা বাংলা থেকে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার এবং পরবর্তী দু’দিন বৃষ্টি হতে পারে এমনটাই বার্তা আবহাওয়া দফতর সুত্রে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু পশ্চিম বর্ধমানে বৃষ্টি হবে না। ঘূর্ণিঝড়ের প্রভাবে একটি অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা। যা বিস্তৃত হবে বাংলার উপর দিয়েই। যার জেরে বৃহস্পতি এবং শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস।তবে সেই বৃষ্টির পর তাপমাত্রা আবার কমতে পারে বাংলায়। আর তার জেরে বাংলায় শীত ফিরে আসার সম্ভাবনা রয়েছে।
নিজের শক্তি ধীরে ধীরে হারাচ্ছে মিগজাউম
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে উপকূলে আছড়ে পড়ে মিগজাউম নিজের শক্তি অনেকটাই হারায় বলে জানায় দিল্লির মৌসম ভবন। আপাতত সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমার পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে।