Home NEWS (Bengali) হাওড়া ও পাকসার্কাস এলোপাতাড়ি গুলির ঘটনার জেরে মুখ্য সচিবকে তড়িঘড়ি তলব রাজ্যপালের

(Bengali) হাওড়া ও পাকসার্কাস এলোপাতাড়ি গুলির ঘটনার জেরে মুখ্য সচিবকে তড়িঘড়ি তলব রাজ্যপালের

by Soumadeep Bagchi

 

এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন। পার্কসার্কাসে গুলি চলার ঘটনা তিনি উল্লেখ করেছেন টুইটে। পাশাপাশি হজরত মহম্মদকে নিয়ে বিজেপির নুপুর শর্মার বির্তকিত মন্তব্যের জেরে জাতীয় সড়কে একটানা ১১ ঘন্টা অবরোধের কথাও টুইটে উল্লেখ করেন রাজ্যপাল। অবরোধকারীদের রুখতে প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেয়নি প্রশাসন বলেই দাবি তাঁর। এই দুই পৃথক ঘটনার জেরেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনার জন্য মুখ্যসচিবকে শুক্রবার রাত ১০টায় তলব করলেন রাজ্যপাল।

Related Articles

Leave a Comment