(Bengali) আগে গোষ্ঠী সংঘর্ষ ঠিক করুন, তারপর কোমর বাঁধবেন লড়াই হবে’ অভিষেককে খোঁচা দিলীপর
আমেরিকা থেকে চোখের অপারেশন করানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার নিজের ডায়মন্ড হারবার যান। চারটি গোষ্ঠী তৈরি হয়েছে হাই কমান্ড স্কুটিনি করে প্রার্থী তালিকা ঠিক করার কথাও জানান