Home রাজনৈতিক সৌরভপত্নীর রাজ্যসভায় যাওয়া নিয়ে জল্পনা উস্কালেন দিলীপ

সৌরভপত্নীর রাজ্যসভায় যাওয়া নিয়ে জল্পনা উস্কালেন দিলীপ

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:দাদার ‘নয়া ইনিংস’ নিয়ে বাংলার রাজনৈতিক উঠোনে জল্পনা ছিলই৷ সেই জল্পনাকে উস্কে এবার উঠে এল সৌরভপত্নী, নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাম৷ রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সদস্য হিসেবে উঠে আসছে ডোনার নাম।

 

 

জল্পনা উস্কে সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বললেন,” ‘‘ভাল কথা। বাংলা থেকে যদি কাউকে চয়ন করা হয় তাহলে ভালই হবে!’’  নদীয়ায় গুলি কাণ্ড নিয়ে এদিন তিনি মন্তব্য করেন ,”শঙ্কর সিং এর ছেলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ যত সমাজ বিরোধী ছিল সব তৃণমূলের ছাতার তলায় চলে এসেছে কারণ ওখানে গেলে করে খাওয়া যায়।

 

 

খাওয়ার জায়গায় টানাটানি হচ্ছে তখন বন্দুক দিয়ে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন পুরোপুরি ফেলিওর তাই দুষ্কৃতিকারীরা দাপিয়ে বেড়াচ্ছে। যোগ্য পুলিশ অফিসারদের কাজ করার ক্ষমতা, অধিকার দেওয়া হচ্ছে না। পুলিশ হাত তুলে বসে আছে সাধারণ মানুষকে এর খেসারত দিতে হচ্ছে।”পাশাপাশী ২৫ বৈশাখ নিয়ে দিলীপ বলেন,”চিত্ত যেতা ভয় শুন্য উচ্চ যেতা শির সেভাবে আমরা যাতে বাঁচতে পারি।

 

আরও পড়ুনঃ অবশেষে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনী’

 

পশ্চিমবঙ্গে যেন সেই পরিবেশ থাকে। ” জিতেন্দ্র তেওয়ারীর টুইট নিয়ে তিনি মন্তব্য করেন,” ঠিক কথায় বলেছেন। মানুষের প্রাণ নিয়ে টানাটানি, বাংলার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য সবই আজ ধ্বংস হতে চলেছে। মানুষ ভয়ের পরিবেশের মধ্যে আছে। কেউ সত্যি কথা বললে বেসুরো হওয়ার কি আছে।” এদিন ঝড় নিয়ে সবাইকে সতর্ক থাকার আবেদনও জানান তিনি।তিনি বলেন,” সরকারি নির্দেশ সবাই যাতে মেনে চলেন। তারা তৈরি হচ্ছেন মানুষের সমস্যায় তারা পাশে দাঁড়াবেন।”

Related Articles