Home NEWSCITY TALKS ১০৪ বছরে পদার্পণ বাগবাজার সর্বজনীনের, চলছে বীরাষ্টমী প্রথা পালন

১০৪ বছরে পদার্পণ বাগবাজার সর্বজনীনের, চলছে বীরাষ্টমী প্রথা পালন

১০৪ বছরে পদার্পণ বাগবাজার সর্বজনীনের, চলছে বীরাষ্টমী প্রথা পালন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ১০৪ বছরে পদার্পণ বাগবাজার সর্বজনীনের দুর্গোৎসবের। বরাবরের মতোই থিম পূজোর সঙ্গে পাল্লা দিয়ে সাবেকিয়ানাকেই সঙ্গী করেই এগিয়ে চলেছে এই পুজো। এবারও সাবেকি প্রতিমায় ডাকের সাজ বাগবাজার সর্বজনীনের পুজোয়। উত্তর কলকাতার এই পুজোর পরতে পরতে জড়িয়ে ইতিহাস। জাতীয়তাবাদী আন্দোলনের প্রেক্ষাপটে এই পুজোর সূচনা। নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নলিনীরঞ্জন সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই পুজোর সঙ্গে জড়িয়ে ছিলেন। সকাল থেকেই মানুষের ভিড় বাগবাজার সর্বজনীনের পুজোয়।

বরাবরের মতো লাঠি খেলার মাধ্যমে বাগবাজার সর্বজনীনে বীরাষ্টমী প্রথা পালন চলছে। পরাধীন দেশে লাঠি এবং তরোয়াল খেলার মাধ্যমে শরীরচর্চা করতেন বিপ্লবীরা। পরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। সেই প্রথা মেনে বাগবাজার সর্বজনীনে এবারও মহাষ্টমীতে আয়োজন করা হয়েছে লাঠি খেলার।

Related Articles

Leave a Comment