Home সংবাদসিটি টকস “সরকারি টাকায় মোচ্ছব”, কলকাতার কার্নিভাল নিয়ে সরকারকে আক্রমণ শুভেন্দুর

“সরকারি টাকায় মোচ্ছব”, কলকাতার কার্নিভাল নিয়ে সরকারকে আক্রমণ শুভেন্দুর

মালবাজারের মাল নদীতে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটেনি এখনো। এই ঘটনাকে ঘিরে বারবার প্রশাসন এবং সরকারকে এর মাঝে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মালবাজারের মাল নদীতে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটেনি এখনো। এই ঘটনাকে ঘিরে বারবার প্রশাসন এবং সরকারকে এর মাঝে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। এর মাঝেই ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার বিজেপির দাবিকেও উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

কার্নিভাল আয়োজন ঘিরে রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ‘বাবুঘাটে বা কলকাতার কোনও ঘাটে এই দুর্ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের আয়োজন করতেন না। উত্তরবঙ্গে হয়েছে বলেই নাচন-কোদন করবে। সরকারি টাকায় মোচ্ছব। মালবাজারের ঘটনার পর এই কার্নিভালের কী প্রয়োজন ছিল? এটা উত্তরবঙ্গ বলেই করেছে, এই জন্যই তো উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য চায়। আলাদা থাকতে চায়। কেন্দ্রশাসিত অঞ্চল চায়। কোনও সংবেদনশীলতা নেই! উত্তরবঙ্গের কেউ সরকারি টাকায় মুখ্যমন্ত্রীর এই নাচন-কোদন দেখতে যাবেন না। ‘

Related Articles

Leave a Comment