Home রাজনৈতিক Abhishek Banerjee-র  বিদেশ সফরে নজরদারি চালাতে দুবাই সরকারের কাছে আবেদন ED-র

Abhishek Banerjee-র  বিদেশ সফরে নজরদারি চালাতে দুবাই সরকারের কাছে আবেদন ED-র

by Soumadeep Bagchi
কলকাতা টুডে ব্যুরো:‘চোখের চিকিৎসা করাতে’ শুক্রবারই সস্ত্রীক দুবাই গিয়েছেন অভিষেক। ইডির আপত্তি অগ্রাহ্য করে তাঁকে দুবাই যাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও ইডির দাবি, গরুপাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রের সঙ্গে বৈঠক করতে আমিরশাহি যাচ্ছেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  বিদেশ সফরে নজরদারি চালাতে বিদেশ মন্ত্রকের মাধ্যমে দুবাই সরকারের কাছে আবেদন ইডি-র । খবর সূত্রের। ইডি সূত্রে খবর, ওই চিঠিতে অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্য জানানো হয়েছে।
এদিকে দুবাই যাওয়ার আগে হাইকোর্টের নির্দেশ মেনে সফর সংক্রান্ত নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর দফতরে জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে খবর, বিমানের টিকিট, দুবাইয়ের হাসপাতালের ঠিকানা, ফোন নম্বর সংক্রান্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থার কলকাতা ও দিল্লির অফিসে পাঠিয়ে দেন।

Related Articles

Leave a Comment