আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ
কয়েক দিন আগেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বক্তব্যে এটি সমাজের কাছে যেমন আশীর্বাদ, তেমন সমাজকে ধ্বংস করার হাতিয়ারও। এর অপব্যবহার যাতে না হয় তার জন্যে বিশেষ পদক্ষেপের দাবিও তোলেন তিনি। সেই এআই প্রযুক্তিই এবার ব্যবহার করা হল মোদির ভাষণে।
বারাণসী থেকে নরেন্দ্র মোদি
রবিবার বারাণসী পৌঁছেছেন নরেন্দ্র মোদি। তার দুই দিনের সফরে, তিনি তার লোকসভা কেন্দ্রে 19 হাজার কোটি টাকা মূল্যের 37টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। কাশী তামিল সঙ্গম এবং পরিকল্পিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধনের সময়ও তিনি উপস্থিত ছিলেন। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতিকে একত্রিত করার এক অনন্য উপলক্ষ হল কাশী তামিল সঙ্গম। কাশী এবং তামিলনাড়ুর মানুষ এই বিশেষ অনুষ্ঠানে বারাণসীতে তাদের সংস্কৃতি প্রদর্শন করবে। অনুষ্ঠানে বক্তৃতার সময় মোদি এআই ব্যবহার করেছিলেন।
ভারত সংকল্প যাত্রা
কাশী তামিল সঙ্গমমের পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী । দেশবাসীর জন্য মোদি সরকার যে সব প্রকল্প তথা স্কিম চালু করেছে, এই যাত্রায় তারই প্রচার এবং প্রসার ঘটানো হবে।
Also Read : Oman’s Sultan Haitam Bin Tarik: Visit to India 2023