(Bengali) হেরোইন চক্রের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতা, অভিযোগ সুকান্তের
ফের শাসকদলকে নিশানা বিজেপির। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে BJP দাবী করে, কয়েক দিন আগে কলকাতা বন্দরে আটক হওয়া ২০০ কোটি টাকার হেরোইন আসলে এসেছিল তৃণমূলের এক কর্মীকে সরবরাহ করার জন্য। প্রায় ৪০ কেজি হেরোইন শরিফুল এন্টারপ্রাইজের নামে এসেছিল বলে দাবি