(Bengali) ’মহাপ্রভাবশালী ভাইপোর’ নির্দেশে বিজেপির কর্মীদের আটকানোর চেষ্টা অভিযোগ শুভেন্দুর
বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই দক্ষিণ 24 পরগনার সভা প্রসঙ্গে বললেন,গত পরশুদিন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে একটি সভা ছিল সেই সভা নিয়ে বিস্তারিত বলতে চাই না কিন্তু সেই সভার কিছু পূর্বনির্ধারিত সূচি ছিল কিন্তু ওখানকার পুলিশ আপত্তি করাতে হাই কোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় জাহাজ তফতরের অধীন কলকাতা পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়ে লাইট হাউসের মাঠে সভা করি
previous post