Home সংবাদসিটি টকস বামফ্রন্ট এবং কংগ্রেসকে ‘ল্যাংড়া’ বলে সম্বোধন ফিরহাদের

বামফ্রন্ট এবং কংগ্রেসকে ‘ল্যাংড়া’ বলে সম্বোধন ফিরহাদের

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল ছাড়া দ্বিতীয় আর কোনও রাজনৈতিক দল থাকবে না। রবিবার মুর্শিদাবাদ জেলাতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে দুটি জনসভাতে অংশ নিতে এসে এমনই দাবি করলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলাতে তৃণমূল ছাড়া দ্বিতীয় আর কোনও রাজনৈতিক দল থাকবে না। রবিবার মুর্শিদাবাদ জেলাতে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে দুটি জনসভাতে অংশ নিতে এসে এমনই দাবি করলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম।

রবিবার সকালে সাগরদিঘী থানার ধামুয়াতে পৌঁছন তিনি। কলকাতার মেয়রের মতে, ‘গত বিধানসভা নির্বাচন থেকে এই জেলাতে দ্বিতীয় কোনও রাজনৈতিক দল নেই। আমার দৃঢ় বিশ্বাস আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও মুর্শিদাবাদ জেলাতে দ্বিতীয় কোনও রাজনৈতিক দল থাকবে না’। কংগ্রেসের গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদে গত বিধানসভা নির্বাচনে খাতাই খুলতে পারেনি বাম, কংগ্রেস। ২২টি আসনের মধ্যে ২০টি পেয়েছিল তৃণমূল। বাকি ২টো পেয়েছিল বিজেপি।

নবগ্রামের চানকে প্রথম জনসভা থেকে ফিরহাদ বলেন, ‘তৃণমূলের হয়ে নির্বাচনে জয় পেয়ে যারা অন্যায় করেছেন দল তা সমর্থন করে না।আমাদের দল নীতি, আদর্শ এবং সেবার কথা বলে’। বামফ্রন্ট এবং কংগ্রেসকে ‘ল্যাংড়া’ বলেও সম্বোধন করেন তিনি। তাঁর মতে, ‘বিধানসভায় ওরা এখন ‘শূন্য’। তাই একে অপরের হাত ধরে চলছে। আর বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূলকে রাজ্য থেকে উত্‍খাতের স্বপ্ন দেখছে’। এদিন জনসভায় ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুত্‍ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম,সুতির বিধায়ক ইমানি বিশ্বাস,নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল সহ আরও অনেকে। নবগ্রামের পরে বহরমপুরেও আর একটি জনসভায় বক্তব্য রাখেন ফিরহাদ।

Related Articles

Leave a Comment