কলকাতা টুডে ব্যুরো:চিত্র পরিচালক তরুণ মজুমদারের জীবনাবসানে শোকপ্রকাশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, ‘তরুণ মজুমদারের প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তাঁর পরিচালিত চলচ্চিত্র যেমন মানুষের মনে থেকে যাবে, তেমনই মানুষ মনে রাখবেন এমন একজন মানুষকে, যিনি আমৃত্যু ছিলেন আপসহীন।’
তাঁর প্রায়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। বয়স হয়েছিল ৯১ বছর। গত ১৪ জুন থেকে কিডনির সমস্যা নিয়ে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। এরপর দুটি ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে। দেখা দিয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও।
আরও পড়ুনঃ ’মিঠুন দা বিজেপি তে নামলেও জিরো না নামলেও বিজেপি জিরো,’মন্তব্য ফিরহাদের
শনিবার রাত থেকেই আচমকা স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। সোমবার বেলা ১১.১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ মজুমদার।