Home SPORTSCRICKET Gautam Gambhir – কলকাতার দায়িত্বে থাকা মেন্টর এবার করলেন রোহিত কে আক্রমন কিন্তু কেন?

Gautam Gambhir – কলকাতার দায়িত্বে থাকা মেন্টর এবার করলেন রোহিত কে আক্রমন কিন্তু কেন?

by Web Desk

Gautam Gambhir : কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েছেন তিনি। নতুন দায়িত্ব ভার এবার  গৌতম গম্ভীরের হাতে।  আর তা নিয়েই মুখ খুললেন গম্ভীর। তিনি আক্রমণ করেছেন রোহিত শর্মাকে। দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালের আগে রোহিত দলের কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে যা বলেছেন তার সমালোচনা করেছেন গম্ভীর।

বিশ্বকাপের ফাইনালের আগের দিন সাংবাদিক বৈঠকে রোহিত বলেছিলেন, গত দু’বছর ধরে দলকে তৈরি করার পিছনে রয়েছেন দ্রাবিড়। বিশ্বকাপের ভারতের ধারাবাহিক ভাবে ভাল খেলার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে কোচের। দ্রাবিড়ের জন্যই বিশ্বকাপ জিততে চান তিনি। উল্লেখ্য, ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ সালে ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ খেলেছেন দ্রাবিড়। ২০০৩ সালের ফাইনালে উঠলেও কাপ অধরা থেকেছে। ২০০৭ সালে তাঁর নেতৃত্বেই গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছিল ভারতের।

রোহিতের কথা মেনে নিতে পারছেন না এবারের কেকেআর এর মেন্টর। তাঁর মতে, কোনও এক জন ব্যক্তির জন্য নয়, দেশের জন্য বিশ্বকাপ জেতার চেষ্টা করা উচিত ছিল রোহিতদের। গম্ভীর বলেন, ‘‘দলের উচিত দেশের জন্য বিশ্বকাপ জেতার চেষ্টা করে। কোনও এক জন ব্যক্তির জন্য ট্রফি জেতার লক্ষ্য কারও থাকতেই পারে, তবে সেটা মনের মধ্যে থাকা উচিত। দেশের সবাই প্রার্থনা করেন বিশ্বকাপ জেতার। তাঁরা দলকে সমর্থন করেন। গলা ফাটান। রোহিতের বলা উচিত ছিল, ১৪০ কোটি মানুষের জন্য বিশ্বকাপ জিততে চাই। শুধু দ্রাবিড়ের কথা বলা ওর উচিত হয়নি।’’

ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘’২০১১ সালেও অনেকে এক জন ব্যক্তির (পড়ুন, তেন্ডুলকর) জন্য বিশ্বকাপ জেতার কথা বলেছিল। কিন্তু আমি বার বার বলেছিলাম, ফাইনালে আমি দেশের জন্য কাপ জিততে চাই। রোহিতেরও সেটা বলা উচিত ছিল।’’ সে বার ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ ঘরে এনেছিল ভারত। রান তাড়া করতে নেমে ৯৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন গম্ভীর।

 

 

Related Articles

Leave a Comment