Home সংবাদসিটি টকস নিয়োগ দুর্নীতিতে ফের কোণঠাসা রাজ্য

নিয়োগ দুর্নীতিতে ফের কোণঠাসা রাজ্য

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ প্রথমিক মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল। হাইকোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে, সিবিআই তদন্তই চলবে। এবং মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ আপাতত বহাল থাকবে। তবে শুক্রবার ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশের সঙ্গে একটি বিষয় যোগ করেছে। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, সিঙ্গল বেঞ্চের নজরদারিতে চলবে সিবিআই তদন্ত। আর্থিক বেনিয়ম হয়েছে কি না, তা দেখা হবে। একক বেঞ্চের নজরদারিতে চলবে তদন্ত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রিপোর্ট তলব করবেন।

সওয়াল জবাবের সময়ে ডিভিশন বেঞ্চ বলেন, ২৬৯ প্রার্থী যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরির শুরুটাই যে ‘ফ্রড’ এটা অস্বীকার করা যায় না। অনেকে পরীক্ষা না দিয়েই চাকরি পেয়েছেন, অনেক মিডলম্যান টাকা দিয়ে চাকরি পেয়েছেন- এই সমস্ত বিষয়গুলো এদিন ডিভিশন বেঞ্চে আলোচিত হয়। যতদিন না এই সংক্রান্ত তদন্তের রিপোর্ট আসছে, ততক্ষণ তাঁদের চাকরিতে পুনর্বহাল নয় বলেই আদালতের নির্দেশ।

Topics

High Court Teachers School  Education Administration Kolkata

Related Articles

Leave a Comment