Home SPORTSCRICKET India Cricket – বিশ্বকাপ এখন অতীত, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ

India Cricket – বিশ্বকাপ এখন অতীত, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ

by Web Desk

India vs Australia 1st T20I : বিশ্বকাপের ঘোর কাটতে না কাটতেই এবার টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি। বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারত। এই সিরিজে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশাখাপত্তনমে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে সাংবাদিক বৈঠকে সূর্যের মুখে শোনা গেল বিশ্বকাপের কথা। তিনি বলেন, ‘‘খুবই হতাশ। যে ভাবে গোটা প্রতিযোগিতা ধরে খেলেছি তাতে দলের সবাইকে নিয়ে গর্বিত। কিন্তু ফাইনালে হেরে গেলাম। এটা মেনে নিতে পারছি না। মনে হচ্ছে এখনও সেই ঘোরের মধ্যে আছি। সেটা কাটতে সময় লাগবে।’’

নতুন সিরিজ়ের আগেও বেশ চিন্তার মধ্যেই কাটছে তার দিন।  সূর্য বলেন, ‘‘খুব কঠিন সময়। সহজে এই হারের ধাক্কা কাটাতে পারব না। জানি, নতুন সিরিজ়ে নতুন করে শুরু করতে হয়। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু বার বার ফাইনালের কথা মাথায় আসছে। যে ভাবে গোটা প্রতিযোগিতায় খেলেছিলাম সেখানে ফাইনাল আমাদের কাছে যেন একটা আতঙ্ক। সেটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই।’’

ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ়ের ম্যাচগুলি হবে বিশাখাপত্তনম (২৩ নভেম্বর), তিরুঅনন্তপুরম (২৬ নভেম্বর), গুয়াহাটি (২৮ নভেম্বর), রায়পুর (১ ডিসেম্বর) এবং বেঙ্গালুরুতে (৩ ডিসেম্বর)।

পুরো দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), শ্রেয়স আয়ার (শেষ দু’টি ম্যাচের জন্য) ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।

Related Articles

Leave a Comment